Friday, 11 December 2020

দৈনিক শব্দের মেঠোপথ

            ∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
শিশু-কিশোর পাতা (পর্ব-০৭)

"মিঠেল রোদ গায়ে 
খেলতে হবে পায়ে"

==============∆∆∆∆=============
Doinik Sabder Methopath
Vol -219.Dt -12/12/2020
২৬ অগ্রহায়ণ,১৪২৭.শনিবার
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷∆∆∆∆÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

  ক্রিকেট পাগল আমি
                     দেবাংশু শেখর পড়িয়া

আমার শর্ট গোনা যায় ইনসেমি
                  কি যে খেলি তা না জানি 
 আমি নিয়ম মানি না
ভালো খেলতে জানি না

বোলিংয়ে আমি খুব ভালো
যদি করি স্পিন বা পেশ
                    তখন পড়ে উইকেট বেশ।

কিপিংএ তো আরো ভালো
দর্শক বলেন সামলো সামলো

 জিতে ফেরা বড় কঠিন
                 ইউথ আউট এনি চিটিং

আমার ব্যাটিংয়ে যদি লাগে ছক্কা
দেখে সবাই হয়ে যায় অক্কা।

---------------------////------------------------




সাগ্নিকা সৎপতি
-----------------------///-------------------------


                    ঈষা জানা

--------------------------/////---------------------

সোহম সামন্ত এর দুটি লেখা।
 ক্লাস X
বিবেকানন্দ মিশন স্কুল,হলদিয়া। বয়স : ১৫


ভাইফোঁটা

'অনাদি স্মৃতি অনাথ আশ্রম'- এর ম্যানেজার বাবু তড়িঘড়ি করে এসে বললো, "সবাই বসে পড়ো । ম্যাডাম এসে পড়েছেন।"

বলতে না বলতে পৃথা প্রবেশ করল ।

"নমস্কার ম্যানেজার বাবু । সব ঠিকমতো চলছে তো?"

ম্যানেজার বলল, "ছ বছর আগে আপনার ভাইয়ের উদ্যোগে এই আশ্রম প্রতিষ্ঠা পায় l তারপর যা হ-হলো .... যাক সে সব, এদের জন্য আপনি তো আছেন । আপনার দয়ায় ভালোই চলছে।" 

"সকলে বসো", বলে পৃথা সব বাচ্চাদের ফোঁটা দিতে লাগলো। ম্যানেজারের উদ্দেশ্যে বললো, "বাইরে বাচ্চাদের জন্য মিষ্টি আর সামান্য উপহার রয়েছে .... দেওয়ার ব্যবস্থা করুন"।

এর মধ্যে একজন ছেলে বলে উঠল, "দিদি....একটা কথা জিজ্ঞেস করবো....?"

"বলো কি বলবে "।

"তোমার নিজের কোনো ভাই নেই?"

....পৃথা তার মাথায় হাত বুলিয়ে বলল, "ছিল । তোদের কে দেখলেই তার কথা মনে হয় ।"

ছেলেটি বললো, "ছি-ছিল কেনো? সে এখন কোথায়?"

"চুপ চুপ, বড্ড কথা বলে", ম্যানেজার বাবু তাকে থামিয়ে বলল, "ও-ও আসলে ছেলে মানুষ । ভুল করে প্রশ্নটা করে ফেলেছে ।"

পৃথা বললো, "না না , একেবারেই না। আর আমার ভাই .... বিনোদ - অমর সে l দেশের জন্যে যুদ্ধে গিয়ে প্রাণ দিয়েছে । ওর কথা কেউ বললে আমার গর্বে মাথা উঁচু হয়ে যায় । সবাই কে ওর কথা বলতে ইচ্ছে করে....

এরপর কেউ কিছু বললো না । পৃথা বুকে পাথর চেপে জানালার দিকে তাকিয়ে বসে রইলো l হয়তো দু-ফোঁটা চোখের জলও ফেলল।


জঙ্গি হানা

          (১)
লাহোরের এক ছোট্ট গ্রাম। ভরত আর খুশি ভাই বোন। বাবা অনিরুদ্ধ ঘোষ একজন মিলিটারি ম্যান। মা সারদা দেবী গৃহবধূ । চারজন বেশ সুখে সংসার করতো।

 দীপাবলির রাত। ভরদপুর। গ্রাম আজ সেজে উঠেছে আলোর জ্যোৎস্নায়। ভরত আর খুশিও আজ আনন্দে মেতেছে।

কিন্তু হঠাৎই চারিদিক থেকে সম্প্রচারের আওয়াজ শোনা গেলো,"জায়গা খালি করা হোক। এলাকায় বোমা রয়েছে।" 

দীপাবলির আনন্দ মাটি হয়ে গেল। নিমেষে ছোটাছুটি পড়ে গেলো। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল।

অনিরুদ্ধর ফোন এলো। আর্মি হেডের সাথে কথা বলার পর স্ত্রীকে বললো, " শোনো, বাচ্চাগুলো কে নিয়ে চলে যাও। সামনে সবার জন্য যাওয়ার গাড়ি রয়েছে। তাড়াতাড়ি জায়গাটা খালি করো। কি হলো? দেরি করো না। সময় একদমই নেই।"

সারদা বললো, " আর তুমি?"

" আমাকে যেতে হবে এখনই। জঙ্গিহানা হতে পারে। বোঝার চেষ্টা করো।"

সারদা হাঁপাতে হাঁপাতে বললো, " ঠিক আছে। তুমি সাবধানে থাকবে। খুশি, ভাই কে নিয়ে চল।" বলে সবাই দৌড়াতে লাগলো।

বারংবার সম্প্রচার করা হচ্ছে জায়গাটা ছেড়ে চলে যাওয়ার জন্য। এক এক করে গাড়ি ছেড়ে দিচ্ছে আরো কত জনের এখনও আসতে বাকি। ছুটে চলেছে ঘোষ পরিবারের গাড়িটিও। তাদের সামনেই হঠাৎ বিস্ফোরণ।

(২)

দশ বছর পর....।
 ঘোষ পরিবার এখন লাহোরের অন্য এক শহরে।সেখানে অনিরুদ্ধ ঘোষের বদলি হয়েছে। খুশি হাতে ভাতের থালা নিয়ে প্রবেশ করলো সারদার ঘরে। সারদা মন মরা হয়ে খাটে ঠেস দিয়ে বসে আছে।

একটু ইতস্তত হয়ে বললো, " মা কিছু খেয়ে নাও। সকাল থেকে কিচ্ছু খাওনি।"

সারদা উত্তর দিলো না।

খানিকক্ষণ পরে খুশি বললো, " মা, আমি জানি মা। আজ ভাইয়ের জন্মদিন। আমি বুঝতে পারছি তোমার কষ্ট। কিন্তু মা কি আর করবে বল।" এই বলে ভাতের থালাটা টুলে রেখে, মায়ের পাশে বসে মাকে জড়িয়ে কাঁদতে শুরু করে।

এবার সারদা বললো, কেন বলতো জঙ্গি হানা হয়! বলে দেখি কেন, এমন করে মায়ের কোল খালি করে দেয়!
দুজনের কোনো কথা আর .......
---------------------///-------------

শীতের সময়


 ময়ূখ প্রামানিক
  স্কুল- বিবেকানন্দ মিশন স্কুল
  ক্লাস- ৬ বয়স- ১২


শীতের সকাল ,চলছে মেলা 
বাতাসে ভাসে খুশির ভেলা ।


খেজুর গাছে ঝুলছে হাড়ি ,
গুড় ভর্তি যাচ্ছে গাড়ি ।


পিঠে পুলি , পাটিসাপটা 
ভাবছি কবে খাবো কোনটা ?


রোদ পোহানো দুপুর বেলা 
হালকা রোদে অনেক খেলা 


শীতের ছুটি পড়বে কবে ?
আছি অপেক্ষায় ,
ঘুরতে যাওয়া ফিস্ট করা 
এইতো সব নয় !

এছাড়াও আরও অনেক 
খুশি আনন্দ ।
শীতকালেতে শান্ত থাকি ভুলে সব দ্বন্দ্ব ! 
---:::--------------//----:----;;;;;

সৌমিলী মণ্ডল 
ক্লাস -৫



ভাল্লাগে না

মাগো আমার আর ভাল্লাগে না ঘরে
স্কুলে যেতে আজ মন যে কেমন করে। 

ঘরে বসে আর থাকব কত দিনে
বন্ধুদের মুখ পড়ছে যে বেশ মনে। 

পড়া পড়া পড়া শুধু অনলাইনে 
চোখের অবস্থা শেষ হয় দিনে দিনে। 

মাগো আমার মা ভাল্লাগে না আর ঘরে
চলো না গোএকবার মামাবাড়ি আসি ঘুরে।

--------------------//------------::::::::

সৌমাল্য মণ্ডল 
ক্লাস-৮

অঙ্ক নিয়ে

অঙ্ক যে এতো করি নম্বর কম পরীক্ষাতে
রাত দিন বাবা শুধু চাপ দেয় অঙ্কতে। 

অঙ্ক ছাড়া হয় না জীবন আসবে না ভবিষ্যৎ 
স্যার , ম্যাডাম সবার মুখে একই রকম মতামত । 

চেষ্টা করি সময় দিতে অঙ্কেরই ধারাপাতে
কত বই থাকে বাকি আসে শুধু ভাবনাতে। 

বাবারই পাশে বসে অঙ্ক কষি রাত জেগে 
তবু কেন পরীক্ষাতে নম্বর আসে কম ভাগে? 

এবার থেকে শপথ করি অঙ্কতে গড়বো জীবন 
সামনে পেছনে আর থাকবে শুধু অঙ্কেরই মান।

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆




No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। পশুপতি ভট্টাচার্য । খ্যাতনামা চিকিৎসক ও সাহিত্যিক। Dt -15.11.2024. Vol -1053. Friday. The blogger post in literary e magazine

পশুপতি ভট্টাচার্য  ১৫ নভেম্বর ১৮৯১ -  ২৭ জানুয়ারি ১৯৭৮   একজন খ্যাতনামা চিকিৎসক ও সাহিত্যিক। জন্ম  বিহার রাজ্যে পিতার কর্মস্থল আরায়। তাদ...