∆∆∆∆∆∆∆∆∆ নববর্ষ ২০২১ ∆∆∆∆∆∆∆∆
দৈনিক শব্দের মেঠোপথ
কবিতা বিষয়ক বিশেষ সংখ্যা
" সেতু সাঁকো"
২০২১
"এ সময়ের কবিতা'
২০২১ নববর্ষে প্রকাশ
====={===={=====================
Doinik sabder methopath
Vol - 239. Dt - 01/01/2021
১৫ পৌষ,১৪২৭. শুক্রবার
=================================
১.
খড় সন্ধ্যায়খুকু ভূঞ্যা
হেমন্তের খড় বাঁধা সন্ধ্যা
গোটা একটা মাঠ নিয়ে একা
হাতে খড়ের আঁটি দিগন্তের দিকে চলে যাচ্ছে চোখ
ঠাকুরের পায়ে পড়ে থাকা ফুল দুর্বার মতো কেন অচলা হয়না সাধ
ধুনুচির ধুনোর মতো দীপের আলোর মতো অথবা
বোতলের গঙ্গাজলের মতো
কেন বন্ধন নেই
বেড়ার পর বেড়া নেই শেকলের পর শেকল ভেতরে বাইরে
কেন আটকাও না আমায়
কেন আদেশ করো না ফিরে এসো
গন্ডি ভেঙে বাউল হবার কোনো মহত্ত্ব নেই
ঘর খোঁজো, সংসার গুছাতে গুছাতে চুল পাকুক
স্থির হয়ে দেখো বার্ধক্য
কিছু বললে না তাই
গন্ডি ভেঙে ছুটতে ছুটতে ক্যাকটাস স্বপ্ন দুচোখে
আর নক্ষত্রের তৃষ্ণা শিরায় শিরায়
*************************************
২.
এসো নিরাময়
সোমা প্রধান
অসুখের পাশে বসে আছি
বিষন্ন ক্যানভাস
এক টুকরো রোদ পড়েছে আজ
জানলার সার্সি গলে
পথ্যের মতো।
হাঁটু মুড়ে বসে ছিলো বয়েস
রোদের গন্ধে এইমাত্র উঠে দাঁড়ালো
বিপন্ন ফুসফুস...
এসো নিরাময়,বছর শেষে
জানলা খুলে দিচ্ছে নতুন সকাল।
************************************
৩.
আগামীর আলো
সোনালী মিত্র
বিবর্ণ রংচটা দিনের আলোয় শুধুই আর্তনাদের ভাষা।
ফেলে আসা সময়ের ঘরে হারানো জীবনের কথা।
কাঁটার বিষে রক্ত ঝরেছে মৃত্যুর মিছিলে
হারিয়েছে স্নেহ বন্ধন হারিয়েছে স্বজন নিদারুণ শোকে।
অশ্রুঝরা পথের মাঝে আজো
পড়ে আছে স্মৃতির দিনলিপি।
চাইনা ফিরে তাকাতে চাইনা হিসেব মেলাতে
রাত্রি শেষে নতুন আলোয়
এগিয়ে যাব আগামীর হাত ধরে।
****************************************
৪.
সীমারেখা
অপর্ণা দেওঘরিয়া
একটা সীমারেখা টেনে দিলে ইচ্ছেরা মরে না,
গন্যমান্য মানুষ বড় সামীয়ানা টাঙ্গায়,
রঙ্গীন পতাকায় উদ্বোধনে ঝড় বয়ে যাই
মুমুর্ষু হৃদয় যেন বিঙ্গাপনের ছবি সাজায়।
তালাবন্ধ কথারা জ্বলে উঠে দলবেধেঁ
শ্রুশুষার আরোগ্য নিকেতন আস্তবল বাড়ায়।
শান্তপ্রিয় ছোড়দি একমনে রবীন্দ্রনাথ পড়ে
সংকীর্ণতার অহং ব্যর্থ জীবনে যুদ্ধ ছড়ায়।
ভালোবাসা মরিচীকার মত বাসা বাঁধে
পিসিমা কাকিমার টিভি সিরিয়াল জুড়ে,
দিনান্তের হিসাব স্বতঃপ্রনোদিত কৌশলে
নির্ভরশীলতার ক্ষমা ভরা হাত সরে যায় দুরে।
*******************************†****
৫.
স্বপ্ন হলেও সত্যি হোক
কোয়েলী বসু
বর্ষশেষে পশ্চিম দিগন্তে
শুনি বিদায়ের সুর,
ঝুপ করে ডুব দিল রবি ,
বলে,আসছে নতুন সুর।
তুলসী তলায়,ঘরের কোণে
জ্বলল সাঁঝের বাতি ।
কিচিমিচি কলরবে
বাসায় সহস্র জীবনসাথী ।
ব্যস্ত জীবন গান গায় ,
সাঁকোর এপারে দাঁড়িয়ে
মৃত্যু হাসে ক্ষণে ক্ষণে
তখন ওপারে হাঁকিয়ে।
সময়ের বোঝা কাঁধে নিয়ে
মহাকাল চলে বয়ে,
চোখের জলে ভাসাই 2020,
2021এসো ,চোখ মুছিয়ে ।
***********************************
৬.
একবিংশে একুশে
বীথিকা পড়ুয়া মহাপাত্র
সারা বছর জুড়ে মৃত্যুর ছায়াছবি দেখিয়ে গেল
দু'হাজার বিশ!
এঁকে গেলো অসহায় মারী আতঙ্কিত জীবনে
ভাঙাকুলোর চালচিত্র!
উপহার দিল কুড়িজন সীমান্তরক্ষীর গুলিবিদ্ধ
বাক্সবন্দী কফিন!
চারিদিক থেকে মৃত্যু মিছিল রেশনের লাইনের মতো
উত্তর, দক্ষিণ, পূর্ব,পশ্চিম!
রক্তে মিশিয়ে দেওয়া অবিশ্বাসের ছ্যাঁকার
কালশিটে দাগ
প্রতিটি ভাঙামনের খসে পড়া পলেস্তরা জুড়ে!
পৃথিবীতে ঘটে যাওয়া পূর্ব ভয়াবহতাকে ছাপিয়ে গেছে বিষের বিশ!
মৃত্যুকে মৃত্যু দিয়ে চিনে নেওয়া!
সুস্থকে অসুস্থ মনে করে চরম অবমাননা!
উড়ো খইর মতো উড়ছে প্রেম-প্রীতির বন্ধন!
গতদিনের টুটে যাওয়া ব্যর্থ পরিসংখ্যান
কে আর দিতে বসে?
নষ্ট সাল চলে যাক্! দূর হয়ে যাক বিবমিষা!
একবিংশের একুশ,আর বিঘ্নতা- বিপর্যয় নয়!
তোমার হাতে থাক উত্থানের নবপত্রিকা!
কন্ঠে থাক সম্ভাবনার সোপান,
একটা পাপমুক্ত নির্লোভ সত্যযুগের আগমনের প্রতিলিপি হাতে এসে দাঁড়াও একগুচ্ছ
প্রত্যাশার বাজেট নিয়ে!
এ বিধ্বস্ত ধরা শান্তির প্রলেপ মেখে
নবজন্ম দিক চির আকাঙ্খিত পৃথিবীর!
স্বাগতম একুশ!
***************************************
৭.
বিদায় বিষ সাল
নীতা সরকার।
আজ 2020কে জানাই বিদায়
আজ রাতে শেষ হবে তোমার রাজত্ব।
তুমি নিয়ে এসেছো অতিমহামারি
নিয়ে এসেছো আমফানের মত দুরন্ত একটা ঝড়।
মানুষের গতিময়তার ব্যস্ত জীবন যাত্রায়
তুমি লাগাম পড়িয়েছো।
ট্রেন, বাস, প্লেন সব বন্ধ করেছো তুমি
বন্ধ করেছো মানুষের কর্ম জীবন।
লকডাউন নামক একটি শব্দের জন্ম দিয়েছো।
তুমি করেছো সকল মানুষকে গৃহবন্দি।
বন্দি মানুষদের মুখে পড়িয়েছ মুখোশ
কত মানুষের জীবন নিয়েছো তুমি।
তোমার অত্যাচারে খসে পড়ল
কত উজ্জ্বল তারারা।
মানুষের মানুষের যে ভালোবাসার
সম্পর্ক করেছো তুমি বিচ্ছেদ।
তোমার দাপটে সারা পৃথিবীতে
হাহাকার পড়ে গেছে।
তাই এই অভিশপ্ত 2020কে বিদায় জানিয়ে
আমন্ত্রণ জানাই 2021শের নতুন সূর্যোদয়কে।
2021শে সকলের জীবন হয়ে উঠুক মধুময়
সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার।
================================
No comments:
Post a Comment