Friday, 12 March 2021

"মানুষ পুড়লে ছাই
          মন পুড়লে পলাশ
           কৃষ্ণচূড়া রঙ চাই -

       মানুষ পুড়লে ছাই "
বা 
"দিনের চেয়েও রাত্রির রঙ
অনেক বেশি স্নিগ্ধ মোলায়েম
আমি ঘুমিয়ে পড়ি
ভেতরের মানুষটি জেগে থাকে।"
---------০০০০-----------
জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য
কবি ও সম্পাদক, প্রাবন্ধিক এবং বিশিষ্ট সাহিত্যিক
অমৃত মাইতি।
-------------০০০০------------
ব্যক্তি পরিচয় :

রচনা কর্ম :
প্রকাশিত

কবি অমৃত মাইতি র
 উজ্জ্বল উদ্ধৃতি -

আন্তর্জাতিক সংগঠন :
জীবনানন্দ উৎসব কমিটি।
সভাপতি - অমৃত মাইতি
সম্পাদনা :
অক্ষরকর্মী
সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা

বহু আলোচিত ভিন্ন স্বাদের গ্রন্থ

আলোকচিত্রে ব্যক্তি অমৃত মাইতি
উল্লেখযোগ্য কৃতিত্ব :
দীর্ঘ গদ্যকবিতা 
১১১১ লাইনের।
এসময়ে বাঙালির যাপিত জীবন চিত্র কবি এঁকেছেন কবিতার পরোতে পরোতে। প্রতিদিনের ধারাপাত মুখর পতিবেশে বেড়ে চলেছে অবিনশ্বর জীবনের স্বাদ ভালোবেসে। বাঙালির অলিখিত মহাকাব্য  হয়ে ওঠার বাসনা নিয়ে।

এপার বাংলার একমাত্র প্রতিষ্ঠিত কবি, যার জন্মদিন ওপার বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিপালিত হয়েছে।

তরুণতর কবিদের  অন্যতম একমাত্র আশ্রয়। 
যার স্পর্শে ও আন্তরিকতায় সবাই ঋদ্ধ।

আরেকটি বড় পরিচয়, তিনি রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব। দীর্ঘদিন রাজনৈতিক জীবন, সংগঠন ধরে রাখার পাশাপাশি লড়াই মিটিং-মিছিল অবস্থান-বিক্ষোভ প্রকৃতিতে সক্রিয় অংশ নিয়েছেন। এই কর্ম ব্যস্ততার মাঝেও তিনি এ সময়ের একজন উল্লেখযোগ্য সাহিত্যিক হয়ে উঠেছেন।

"জন্মদিন- প্রতিদিন জন্মদিন" 
এমনতর ভাবনা থেকে প্রতিদিন (নিয়মিত) দৈনিক  শব্দের মেঠোপথ পত্রিকা প্রকাশিত হয়ে চলেছে. 
সাহিত্য সংস্কৃতির ধারায় অবদান রেখেছেন এমন মানুষদের জীবন পরম বিন্দুকে আলোকিত করা। 

আজ সকলের প্রিয় অমৃতদা 'র শুভ জন্মদিন উপলক্ষ্যে দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকা পরিবার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আনন্দিত ও গর্বিত।
আপনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি. ভালো থাকবেন সপরিবারে.
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
দৈনিক শব্দের মেঠোপথ
Doinik Sabder Methopath
Vol -309. Dt -13.03.2021
২৯ ফাল্গুন,১৪২৭. শনিবার
============///==================



No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...