Saturday, 10 July 2021

জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য। মতি নন্দী। ১০.০৭.২০২১. VOL - 429. The blogger in literature e-magazine.


মতি নন্দী

 ১০ জুলাই ১৯৩১ সালে উত্তর কলকাতায় তারক চ্যাটার্জি লেনে জন্ম . পিতা চুনিলাল নন্দী ও মাতা নলিনীবালা নন্দী .মতি নন্দীর মা ছিলেন তার পিতার দ্বিতীয় পক্ষের স্ত্রী। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। তার পূর্বপুরুষদের পদবী দে সরকার। পিতামহ তার চাকুরী সূত্রে বদল করে নন্দী গ্রহণ করেন। মতি নন্দীর পিতা সরকারি চাকরিজীবী ছিলেন। বাল্যকালেই তিনি পিতৃহারা হয়েছিলেন। ১৯৫৩ সালে গল্প লেখার মধ্য দিয়ে সাহিত্য সৃষ্টির সূচনা হয়। ১৯৫৬ তে দেশ পত্রিকায় ছাদ গল্প এবং পরিচয় পত্রিকায় চোরা ঢেউ প্রকাশিত হয়।১৯৪৮ সালে স্কটিশচার্চ স্কুল থেকে ম্যাট্রিকপাস করে ১৯৫০ সালে I.S.C পাস করেন এবং ১৯৫১ সালে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করেন।আবার ১৯৫৭ সালে মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স সহ গ্রাজুয়েশন পাস করেন। ক্রীড়া সাংবাদিক হিসাবে আনন্দবাজার পত্রিকায় কাজ করতেন। লস অ্যাঞ্জেলেস ও মস্কো অলিম্পিক, দিল্লি এশিয়ান গেমস কভার করেছেন তিনি। ক্রীড়ামূলক সাহিত্য রচনার পাশাপাশি বলিষ্ট উপন্যাস ও ছোটগল্প লিখেছেন তিনি। তিনি আনন্দ পুরষ্কা্রে সম্মানিত হন। দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সম্পাদক ছিলেন। কোনি, স্টপার, স্ট্রাইকার উপন্যাস বা কলাবতী সিরিজের পাশাপাশি সাদা খাম, গোলাপ বাগান, উভয়ত সম্পূর্ণ, আর বিজলীবালার মুক্তি ইত্যাদি উপন্যাস রচনা করেছেন মতি নন্দী।


উপন্যাস 

  • সাদা খাম (আনন্দ পাবলিকেশন)
  • উভয়ত সম্পূর্ণ (আনন্দ পাবলিকেশন)
  • গোলাপ বাগান (আনন্দ পাবলিকেশন)
  • ছায়া (আনন্দ পাবলিকেশন)
  • ছায়া সরণীতে রোহিণী (আনন্দ পাবলিকেশন)
  • জীবন্ত (আনন্দ পাবলিকেশন)
  • দুটি তিনটি ঘর (আনন্দ পাবলিকেশন)
  • দ্বিতীয় ইনিংসের পর (আনন্দ পাবলিকেশন)
  • দূরদৃষ্টি (আনন্দ পাবলিকেশন)
  • পুবের জানালা (আনন্দ পাবলিকেশন)
  • বনানীদের বাড়ি (আনন্দ পাবলিকেশন)
  • বিজলীবালার মুক্তি (আনন্দ পাবলিকেশন)
  • মালবিকা (আনন্দ পাবলিকেশন)
  • শিবি (আনন্দ পাবলিকেশন)
  • শোলোকে পনেরো করা (আনন্দ পাবলিকেশন)
  • সহদেবের তাজমহল (আনন্দ পাবলিকেশন)
  • সবাই যাচ্ছে (আনন্দ পাবলিকেশন)
  • দশটি উপন্যাস (আনন্দ পাবলিকেশন)
  • "নক্ষত্রের রাত (পুনশ্চ)
  • বাওবাব (পুনশ্চ)
  • দাদাশ বাকতি (পুনশ্চ)
  • নায়কের প্রবেশ ও প্রস্থান (পুনশ্চ)
  • "বারান্দা"
  • "করুণাবাস্ততা"
  • "ছোটবাবু"

ছোটদের 

  • কোনি(আনন্দ পাবলিকেশন)
  • অলৌকিক দিলু(আনন্দ পাবলিকেশন)
  • স্টপার(আনন্দ পাবলিকেশন)
  • স্ট্রাইকার(আনন্দ পাবলিকেশন)
  • কুড়ন(আনন্দ পাবলিকেশন)
  • জীবন অনন্ত(আনন্দ পাবলিকেশন)
  • নারান(আনন্দ পাবলিকেশন)
  • ফেরারি(আনন্দ পাবলিকেশন)
  • তুলসী(আনন্দ পাবলিকেশন)
  • দলবদলের আগে(আনন্দ পাবলিকেশন)
  • মিনু চিনুর ট্রফি(আনন্দ পাবলিকেশন)
  • এমপিয়ারিং
  • ধানকুড়ির কিংকং(আনন্দ পাবলিকেশন)
  • বিশ্ব-জোড়া বিশ্বকাপ(আনন্দ পাবলিকেশন)
  • বুড়ো ঘোড়া(আনন্দ পাবলিকেশন)
  • দৃষ্টি কিশোর উপন্যাস(আনন্দ পাবলিকেশন)
  • ক্রিকেটের আইন কানুন(আনন্দ পাবলিকেশন)
  • ভুলি(গাঙচিল)
  • শিবা(আনন্দ পাবলিকেশন)

দশটি কিশোর উপন্যাস 

  • ননিদা নট আউট
  • স্ট্রাইকার
  • স্টপার
  • অপরাজিত আনন্দ
  • দলবদলের আগে
  • ফেরারি
  • আম্পায়ারিং
  • তুলসী
  • নারান
  • মিনু চিনুর ট্রফি

কলাবতী সিরিজ 

  • কলাবতী
  • কলাবতীদের ডায়েট চার্ট
  • কলাবতীর দেখা শোনা
  • কলাবতী ও খয়েরি
  • ভূতের বাসায় কলাবতী
  • কলাবতী, অপুর মা ও পাঁচু
  • কলাবতী ও মিলেনিয়াম ম্যাচ
  • কলাবতীর শক্তিশেল

সিনেমা 

১৯৭৮ সালে তার উপন্যাস অবলম্বনে অর্চন চক্রবর্তীর পরিচালনায় স্ট্রাইকার চলচ্চিত্রটি নির্মিত হয়। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেন সমিত ভঞ্জ। ১৯৮৬ সালে সরোজ দে পরিচালিত এবং সৌমিত্র চট্টোপাধ্যায় ও শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় অভিনীত 'কোনি' চলচ্চিত্রটি মতি নন্দীর একই নামের বাংলা উপন্যাস অবলম্বনে নির্মিত। এছাড়াও তার "জলের ঘূর্ণি ও বকবক শব্দ" গল্প অবলম্বনে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা অনিমেষ আইচ ২০১৭ সালে ভয়ংকর সুন্দর ছবিটি নির্মাণ করেন। পরমব্রত চট্টোপাধ্যায় এবং আশনা হাবিব ভাবনা এ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন।

পুরস্কার ও সম্মাননা 

১৯৭৪ সালে আনন্দ পুরস্কারে ভূষিত হন। ১৯৭৬  সাদাখাম উপন্যাসের জন্য সাহিত্য একাডেমী পুরস্কার, শিশু কিশোর সাহিত্য বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার।  কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার। আনন্দবাজার পত্রিকা ক্রীড়া সম্পাদক ছিলেন প্রভৃতি। 

  মৃত্যু - ৩ জানুয়ারি ২০১০ কলকাতা।
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। প্রবোধচন্দ্র বাগচী । বিংশ শতাব্দীর ভারতীয় উপমহাদেশের অন্যতম পণ্ডিত, সাহিত্যের গবেষক এবং শিক্ষাবিদ। তিনি ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য। Dt -18.11.2024. Vol -1055 .Monday. The blogger post in literary e magazine.

প্রবোধচন্দ্র বাগচী    (১৮ নভেম্বর ১৮৯৮ - ১৯ জানুয়ারি ১৯৫৬)  বিংশ শতাব্দীর ভারতীয় উপমহাদেশের অন্যতম পণ্ডিত, সাহিত্যের গবেষক এবং শিক্ষাবিদ। ...