Sunday, 18 July 2021

জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য। বিষ্ণু দে। ১৮.০৭.২০২১. Vol -437. The blogger in literature e-magazine.


১৯০৯ সালের ১৮ জুলাই  কলকাতার পটলডাঙ্গায় তাঁর জন্ম। পিতা অবিনাশচন্দ্র দে ছিলেন অ্যাটর্নি।মাতা মনমোহিনী দেবী ঠাকুরদা বিমলাচরণ দে মধুসূদন দত্ত ও ভূদেব মুখোপাধ্যায় বন্ধু ছিলেন। কলকাতার মিত্র ইনস্টিটিউট ও সংস্কৃত কলেজিয়েট স্কুলে বিষ্ণু দে অধ্যয়ন করেন। ১৯২৭ সালে তিনি এ স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। তারপর বঙ্গবাসী কলেজ থেকে আইএ (১৯৩০), সেন্ট পলস কলেজ থেকে ইংরেজিতে বিএ অনার্স (১৯৩২) এবং থেকে ইংরেজিতে এমএ (১৯৩৪) ডিগ্রি লাভ করেন। শিক্ষা সমাপনান্তে তিনি অধ্যাপনাকে পেশা হিসেবে বেছে নিয়ে ১৯৩৫ সালে কলকাতার রিপন কলেজে যোগদান করেন। পরে  (১৯৪৪-১৯৪৭),  মৌলানা আজাদ কলেজ (১৯৪৭-১৯৬৯) ও কৃষ্ণনগর কলেজে তিনি অধ্যাপনা করেন।

১৯২৩ সালে কল্লোল পত্রিকা প্রকাশের ফলে যে নতুন সাহিত্য উদ্যম ও ব্যতিক্রমী শিল্প চেতনার সৃষ্টি হয়, বিষ্ণু দে ছিলেন তার অন্যতম উদ্যোক্তা। কিন্তু ১৯৩০ সালে কল্লোল পত্রিকা বন্ধ হয়ে গেলে তিনি সুধীন্দ্রনাথ দত্তের পরিচয় (১৯৩১) পত্রিকার সঙ্গে যুক্ত হন এবং ১৯৪৭ পর্যন্ত এর সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪৮ সালে তিনি চঞ্চলকুমার চট্টোপাধ্যায়ের সহযোগিতায় সাহিত্যপত্র প্রকাশ করেন। তিনি নিজেও নিরুক্ত নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। বিষ্ণু দে কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ প্রকাশের মাধ্যমে তাঁর সাহিত্য জীবন শুরু করেন। শুধু সাহিত্য বিষয় নয়, শিল্প, সঙ্গীত ও সংস্কৃতির বিবিধ বিষয় নিয়ে তাঁর বুদ্ধিদীপ্ত রচনা অভিনন্দিত হয়েছে। গদ্য ও পদ্যে তাঁর বহু সংখ্যক গ্রন্থ প্রকাশিত হয়েছে। জীবনসঙ্গিনী ছিলেন প্রণতি দে।


ছদ্মনাম :

শ্যামল রায় (কল্লোল  ও মহাকাল পত্রিকায় তিনি ছদ্মনামে অজস্র কবিতা লিখেছেন) এবং বিপ্রদাস মিত্র (ছদ্মনাম এর রচিত তাঁর প্রথম গল্প পুরাণের পুনর্জন্ম, প্রগতি পত্রিকায় প্রকাশিত হয়েছে)

উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ:

 উর্বশী ও আর্টেমিস (১৯৩৩), 

চোরাবালি (১৯৩৭), 

সাত ভাই চম্পা (১৯৪৪), 

রুচি ও প্রগতি (১৯৪৬), 

সাহিত্যের ভবিষ্যৎ (১৯৫২), 

নাম রেখেছি কোমল গান্ধার (১৯৫৩), 

তুমি শুধু পঁচিশে বৈশাখ (১৯৫৮), 

স্মৃতি সত্তা ভবিষ্যত (১৯৬৩), 

রবীন্দ্রনাথ ও শিল্পসাহিত্যে আধুনিকতার সমস্যা (১৯৬৬), 

মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা (১৯৬৭), 

In the Sun and the Rain (১৯৭২), 

উত্তরে থাকো মৌন (১৯৭৭),

 সেকাল থেকে একাল (১৯৮০), 

আমার হূদয়ে বাঁচো (১৯৮১) ইত্যাদি।

 In the Sun and the Rain নামে রচনা সংকলনের প্রাপ্য রয়্যালটি তিনি কমিউনিস্ট পার্টিতে দান করেছিলেন। ছড়ানো এই জীবন নামে তাঁর একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ আছে। এছাড়াও রয়েছে ১০টি কাব্য সংকলন, ৭টি অনুবাদগ্রন্থ এবং ২টি সম্পাদিত গ্রন্থ। তাঁর একটি সম্পাদিত গ্রন্থ হচ্ছে এ কালের কবিতা।

বিষ্ণু দের উৎসর্গীকৃত রচনা।

উর্বশী ও আর্টেমিস - নীরেন্দ্রনাথ রায়

 চোরাবালি - রবীন্দ্র নারায়ণ ঘোষ 

পূর্বলেখক - রবীন্দ্রনাথ ঠাকুর 

সাত ভাই চম্পা -  শম্ভু মিত্র ও বিজন ভট্টাচার্য সন্দ্বীপের চর - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 

তুমি শুধু পঁচিশে বৈশাখ -  চঞ্চল কুমার চট্টোপাধ্যায় ও কমলকুমার মজুমদার 

স্মৃতি সত্তা ভবিষ্যৎ - অন্নদাশঙ্কর রায় 

সেই অন্ধকার চাই -  অশোক মিত্র

 নাম রেখেছি কোমল গান্ধার - জন আরউইন মার্টিন ককম্যান, পাসি ও মার্শাল

 সংবাদ মূলত কাব্য - শামসুর রহমান ও আবু বক্কর সিদ্দিকী 

ইতিহাসে ট্রাজিক উল্লাসে উল্লাসে -  সুভাষ মুখোপাধ্যায় ও মনীন্দ্র রায় । 

চিত্ররূপমত্ত পৃথিবী-।  বিরাম মুখোপাধ্যায় ও হিরণ মিত্র

 ২২ শে জুন  - যামিনী রায়

 উত্তরে থাকো মৌন - প্রবীর চন্দ্র বসু মল্লিক ও সৌরিন্দ্রনাথ দত্ত।

 আলেখ্য -  প্রশান্তচন্দ্র ও নির্মলকুমারী মহলানবিশ এলিয়টের কবিতার - অপূর্ব কুমার চন্দ।


বিষ্ণু দে ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম ছিলেন। তিনি মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ ছিলেন। কাব্যভাবনা ও প্রকাশরীতিতে বুদ্ধিবৃত্তি ও মননশীলতাকে অঙ্গীকার করেই তিনি কবিতা লেখেন। তাঁর কবিতায় টি.এস এলিয়টের কবিতার প্রভাব রয়েছে। দেশের অতীত ও বর্তমানের নানা বিষয় এবং বিদেশের বিশেষত ইউরোপের শিল্প-সাহিত্যের বিচিত্র প্রসঙ্গ তাঁর কাব্যের শরীর ও চিত্রকল্প নির্মাণ করেছেন। এসব কারণে তাঁর কাব্য দুর্বোধ্যতার অভিযোগ থেকে মুক্ত নয়।

খ্যাতনামা কবি বিষ্ণু দে ছিলেন সঙ্গীতশিল্পী ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের সতীর্থ এবং চিত্রশিল্পী যামিনী রায়ের বন্ধু। যামিনী রায়ের অনুপ্রেরণায়ই তিনি শিল্প-সমালোচনায় উদ্বুদ্ধ হয়ে বেশ কয়েকখানি মূল্যবান গ্রন্থ রচনা করেন। Art of Jamini Ray (১৯৪৪), The paintings of Rabindranath Tagore (১৯৫৮), India and Modern Art (১৯৫৯) প্রভৃতি গ্রন্থ তাঁর এ উদ্যোগের ফল।

১৯৫৯ সালে বিষ্ণু দে’কে কবি-সম্বর্ধনা দেওয়া হয়। স্মৃতি সত্তা ভবিষ্যৎ সাহিত্য কৃতির জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৬৬), 

নেহেরু স্মৃতি পুরস্কার (১৯৬৭) ও

 রাষ্ট্রীয় জ্ঞানপীঠ পুরস্কার (১৯৭১) লাভ করেন ঐ স্মৃতি সত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থের জন্য।

 তিনি ‘রুশতী পঞ্চশতী’র জন্য ‘সোভিয়েত ল্যান্ড পুরস্কার’ পেয়েছেন। 

ক্যালকাটা গ্রুপ সেন্টারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। 

সোভিয়েট সুহূদ সমিতি,

 প্রগতি লেখক শিল্পী সংঘ, 

ভারতীয় গণনাট্য সংঘ প্রভৃতি সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

তিরিশের কাব্যধারায় বিষ্ণুদের মধ্যেই প্রথম রাবীন্দ্রিক কাব্যবলয় অতিক্রমণের প্রয়াস লক্ষ্য করা যায়। মার্কসীয় তত্ত্বকে জীবনাবেগ ও শিল্পসম্মত করে উপস্থাপনার ক্ষেত্রে তাঁর সাফল্য অপরিসীম। 



১৯৮২ সালের ৩ ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।


অধ্যাপক জগদীশ ভট্টাচার্য বলেছেন 

"আমার কালের সবচেয়ে দুর্বোধ্য অথচ সৃষ্টিশীল কবির নাম বিষ্ণু দে। "

 বিষ্ণু দের কাব্য চিন্তার গঠনে মার্কসীয় দর্শন যেমন লক্ষনীয় ঠিক তেমনি ইউরোপীয় আধুনিক কবিদের প্রভাব যথেষ্ট লক্ষ্য করা যায়।

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆


No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...