Tuesday, 26 October 2021

জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য। লেখক চন্দ্রশেখর মুখোপাধ্যায় ২৭.১০.২১. Vol -538. The blogger in literature e-magazine.


চন্দ্রশেখর মুখোপাধ্যায়ের জন্ম ১৮৪৯ খ্রিস্টাব্দের ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গের নদীয়ায়। পিতার নাম বিশ্বেশ্বর মুখোপাধ্যায়।তিনি বহরমপুর কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বি.এ পাশ করেন। প্রথমে বহরমপুর কলেজিয়েট স্কুলে এবং পরে পুঁটিয়া ইংরাজী স্কুলে কিছুদিন শিক্ষকতা করেন। ১৮৮০ খ্রিস্টাব্দে বি.এল পাশ করে ওকালতি শুরু করেন। ওকালতি ব্যবসায় তেমন সফল হতে পারেননি। অবশেষে ১৩১১ বঙ্গাব্দে (১৯০৪ খ্রিস্টাব্দে) কাশিমবাজারের মহারাজা মনীন্দ্র চন্দ্র নন্দী তাঁকে আমৃত্যু পঞ্চাশ টাকা মাসিক বৃত্তি দিয়ে উপাসনা পত্রিকার সম্পাদনার কাজে নিযুক্ত করেন। তবে চন্দ্রশেখর বঙ্গদর্শন পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় নবপর্যায়ের বঙ্গদর্শন পত্রিকার সাহিত্য সমালোচকও ছিলেন। তার সর্বশ্রেষ্ঠ গদ্যকাব্যগ্রন্থ উদ্ভ্রান্তপ্রেম প্রথমা পত্নীর অকালমৃত্যুর পর রচিত। ১৮৭৫ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত শোকোচ্ছাসপূর্ণ এই গদ্যকাব্যগ্রন্থটি একসময় বাঙালি পাঠক সমাজে বিশেষ ভাবে সমাদৃত হয়েছিল। বঙ্গদর্শন, বান্ধব, জ্ঞানাঙ্কুর প্রভৃতি পত্রিকায় তার প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হত। ১৮৮৫ খ্রিস্টাব্দে তিনি সেই সমস্ত প্রবন্ধের সংকলন "সারস্বতকুজ্ঞ" প্রকাশ করেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থাবলি হল -

রচনা কর্ম
  • উদ্ভ্রান্তপ্রেম (১৮৭৫)
  • মশলা-বাধা কাগজ
  • সারস্বতকুজ্ঞ (১৮৮৫)
  • স্ত্রী-চরিত্র (১৮৯০)
  • কুঞ্জলতার মনের কথা
  • রামবসুর বিরহ
  • মৃন্ময়ী
  • রসসাগর



আলোচনা : উদ্ভ্রান্ত প্রেম

চন্দ্রশেখর মুখোপাধ্যায় সম্পর্কে বিস্তারিত তথ্য এখন আর সহজলভ্য নয়। তাঁর পিতা-মাতা, নিবাস বা পেশা সম্পর্কে তথ্যাদি অপর্যাপ্ত। কিন্তু এটুকু জানা যায় যে, তিনি বঙ্গদর্শন-এর নিয়মিত লেখক ছিলেন।

বঙ্গদর্শন অন্তত তিন জনের সম্পাদনায় প্রকাশিত হয়, দুটি পর্বে। দুই পর্বে বলা হলো মাঝখানে বিরতির কারণে। প্রথম পর্বের সম্পাদক ছিলেন ক্রমান্বয়ে সঞ্জীবচন্দ্র ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর বঙ্গদর্শন নবপর্যায়ের সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। চন্দ্রশেখর মুখোপাধ্যায় বঙ্গদর্শনের দুটি পর্বেই নিয়মিত লেখক ছিলেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনাকালে বঙ্কিমযুগের অনেক লেখক বেঁচে থাকলেও চন্দ্রশেখর মুখোপাধ্যায় ও শ্রীশচন্দ্র মজুমদার ছাড়া আর কাউকে এ পর্যায়ের লেখক হিসেবে পাওয়া যায় না; রবীন্দ্রনাথ ঠাকুর এই দুজনকে গ্রহণ করেছিলেন অথবা অন্যরা রবীন্দ্রনাথ ঠাকুরকে তাদের সম্পাদক হিসাবে গ্রহণ করেননি।

পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ নিয়ে চন্দ্রশেখর মুখোপাধ্যায় একটি প্রবন্ধ সংকলন প্রকাশ করেন ‘সারস্বতকুঞ্জ’ নামে। এটি প্রকাশিত হয় ১৮৮৫ সালে। ‘সারস্বতকুঞ্জ’-এর ভূমিকায় তিনি লিখেছেন, সংকলেন প্রবন্ধগুলি বঙ্গদর্শন, বান্ধব, জ্ঞানাঙ্কুর ও মাসিক সমালোচক-এ আগে প্রকাশিত হয়েছিলো।

উদ্ভ্রান্ত প্রেম প্রথম প্রকাশিত হয় ১৮৭৫ সালে। জানা যায়, লেখকের স্ত্রীর মৃত্যুর পরে তিনি ‘উদ্ভ্রান্ত প্রেম’ রচনা করেন। ষষ্ঠ (১৮৯৮), দশম (১৯১২) এবং অষ্টবিংশ (অজানা) সংস্করণে ‘উদ্ভ্রান্ত প্রেম’-কে ‘গদ্যকাব্য’ বলা হয়েছে।

প্রথম সংস্করণের প্রকাশক সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। কিন্তু ষষ্ঠ সংস্করণের কপিতে দেখা যায়, প্রকাশক হিসাবে গুরুদাস চট্টোপাধ্যায়ের নাম; প্রকাশিত হয়েছিলো কলকাতা থেকে ১৮৯৮ সালে। ‘উদ্ভ্রান্ত প্রেম’-এর আটাশতম সংস্করণ পর্যন্ত কপি পাওয়া গেছে। সেটির প্রকাশক লেখা আছে ‘গুরুদাস চট্টোপাধ্যায় এন্ড সন্স’, ঠিকানা দেয়া আছে ‘কর্ণওয়ালিস স্ট্রীট, কলিকাতা’। এর পরে আর কোন সংস্করণ প্রকাশিত হয়েছিলো কিনা জানা যায়নি।






চন্দ্রশেখর মুখোপাধ্যায় ১৯২২ খ্রিস্টাব্দের ১৯ শে অক্টোবর প্রয়াত হন।


No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...