Sunday, 28 April 2024

জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি। প্রখ্যাত লোকগীতিশিল্পী নির্মলেন্দু চৌধুরী সুযোগ্য পুত্র উৎপলেন্দু চৌধুরী। Dt - 29.04.2024. Vol - 863. The blogger post in literary e magazine




"পদ্মার ঢেউরে .....
তোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা...."

অথবা 

     " উথালি পাথালি আমার বুক..
    ও আমার মনেতে  সুখ নাই রে ....
       আমায় ডুবাইলি রে 
      আমায় ভাসাইলি রে 
       অকূল দরিয়ায় বুঝি 
        কুল নাহি রে ........"

অথবা 

লীলাবালী লীলাবালী.....
 ভর যুবতী ...
 কি দিয়া সাজাইমু তোরে ...

অথবা 

গুরু আমায় উপায় বলো না ....
জনম দুঃখী কপাল পুড়া গুরু 
আমি একজনা....
দুখে দুখে জনম গেলো ....
আমি একজনা ....

অথবা 

" জাত গেল জাত গেল বলে 
একি আজ‌ ও  কারখানা 
জাত গেল জাত গেল বলে 
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না ......"



উৎপলেন্দু চৌধুরী 


জীবনের ভেলা ভাসিয়ে পদ্মার ঢেউয়ে যিনি অকূল দরিয়ায় কূল না খুঁজে পাওয়ার ব্যথা যন্ত্রণায় লোকগীতিকে বেঁধেছিলেন আপন হৃদয়ের টানে..... অজস্র সম্ভার নিয়ে....  আজ তিনি নেই কিন্তু রয়ে গেছে সেই মাটি মানুষের পদ্মা  স্রোতের সুর , যা সংগীত প্রিয় মানুষের মনে মনে বেঁচে আছে -  জেগে আছে - পদ্মার ঢেউ এর মত ভাটিয়ালি - মুর্শিদী - ভাওয়াইয়া প্রভৃতি সুরে  , তিনি হলেন প্রখ্যাত লোকগীতি শিল্পী  উৎপলেন্দু চৌধুরী। পিতা  প্রখ্যাত লোকগীতি শিল্পী নির্মলেন্দু চৌধুরী। 

জন্ম বাংলাদেশের সিলেটে ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৯ শে এপ্রিল। তার ডাকনাম ছিল রুণু। পিতা ছিলেন বাংলার সমৃদ্ধ লোকসঙ্গীত আন্দোলনের পথিকৃত, জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী নির্মলেন্দু চৌধুরী। ১৯৫৩ খ্রিস্টাব্দের কোন এক সময়ে তার পরিবার চলে আসেন কলকাতায়। উৎপলেন্দুর পড়াশোনা প্রথমে কলকাতার ডন বসকো ও পরে সেন্ট টমাস স্কুলে। তিনি এম.কম পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু তার পিতা শৈশবকাল থেকেই তাঁকে সঙ্গীত শিক্ষা দেন। পিতার নির্দেশেই লোকগানের তালিম নেন  বাংলাদেশের বিদিতলাল দাসের কাছে। লোকগানে দক্ষতার পাশাপাশি শেখেন সরোদ ও পিয়ানো বাদক। সেতার শেখেন ওস্তাদ বাহাদুর খানের কাছে। তবে বাংলার হারিয়ে যাওয়া লোকগান গেয়ে পিতার ধারা বজায় রাখতে সচেষ্ট ছিলেন তিনি। গ্রামোফোন রেকর্ড ও ক্যাসেটের পাশাপাশি লোক-আঙ্গিকের বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজ করেছেন। 

              তিনি বাংলা, আসাম ও ত্রিপুরার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন আঙ্গিকের গান যেমন, বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, ধামাইল, সারিগান, ঝুমুর, টুসু ইত্যাদি লোকগানের পুনরুজ্জীবনের ও প্রচারের যথাসাধ্য চেষ্টা করেছেন। 

               তার গভীর সংবেদনশীল পরিবেশনের গুণে দেশ-বিদেশের সঙ্গীতপ্রেমীরা প্রকৃতপক্ষে মন্ত্রমুগ্ধ হয়ে পড়তেন। পিতার ন্যায় তিনিও সাতের দশক থেকেই বিদেশে লোকগানের প্রতিনিধিত্ব করেন। নিজের সঙ্গীতের দল নিয়ে ভ্রমণ করেন আমেরিকা, কানাডা, ইউরোপের জার্মানি, ফ্রান্স, ফিনল্যান্ড সহ মধ্যপ্রাচ্যের বহু দেশ। পরে সোভিয়েত রাশিয়া হতে খ্যাতি ও সুনাম অর্জন করেন আটের দশকে।
                  বাংলার সঙ্গীত শিল্পীদের সংগঠন "অ্যাপস"-এর প্রতিষ্ঠাতা-সদস্য ছিলেন তিনি। সম্পাদকও হয়েছিলেন। প্রতিভাবান শিল্পীর গলায় একসময় ক্যান্সার রোগের মারণ আক্রমণ ধরা পড়ে। সাময়িক বিরতি,তবে চিকিৎসার পর আবার গান গাওয়া শুরু করেন, কিন্তু জীবনের শেষদিকে গাইতে সমস্যা হত।

          তিনি কলকাতার সল্টলেকে বসবাস করতেন। তবে বেশিদিন গান গাইতে পারেন নি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২০১১ খ্রিস্টাব্দের ৭ই ফেব্রুয়ারি মাত্র ৬১ বৎসর বয়সে কলকাতার এক হাসপাতালে প্রয়াত হন। 

পরিবার: 
               স্ত্রী উত্তরা চৌধুরী ও দুই কন্যা তিস্তা ও তোর্সা। 
লোক জীবনের নানান ঘাত প্রতিঘাত নিয়ে সুরের মূর্ছনায় যে সংগীত গাওয়া হয় - যে সংগীতের মধ্যে ওইসব জীবনের স্বপ্ন -সাধনা - বাস্তবতা-  ভক্তি ভাবনা ও প্রতিদিনের নানান কর্মকাণ্ড লুকিয়ে থাকে-  সেই সব ধারায় ভাটিয়ালি সুর পদ্মার স্রোতে ঢেউয়ের তালে তালে আপন মনে আজও জেগে রয়। এই ধারায় প্রখ্যাত বহু শিল্পীদের মধ্যে শিল্পী উৎপলেন্দু চৌধুরী এক ও অনন্য।  আজও তিনি বেঁচে আছেন তাঁর অমর সব সৃষ্টি নিয়ে। আমরা আজকে শ্রদ্ধাবনত: চিত্তে  স্মরণ করলাম তারই গানের মধ্যে দিয়েই...

   " জনম দুঃখী কপাল পুড়া 
     আমি একজনা......."।






$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$









No comments: