Wednesday, 19 June 2024

শুভ জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি। স্মরণজিৎ চক্রবর্তী ।বর্তমান বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য লেখক। তরুণ তরুণীদের মধ্যে তিনি ভীষণ জনপ্রিয়। কবিতা দিয়ে তার লেখালিখির শুরু। প্রথম ছোটগল্প প্রকাশিত হয় 'উনিশ কুড়ি' পত্রিকার প্রথম সংখ্যায়। প্রথম উপন্যাস 'পাতাঝরার মরশুমে'। তার সৃষ্ট এক অনবদ্য চরিত্র অদম্য সেন। তার শখ বলতে কবিতা, বই, মুভিজ আর ফুটবল। Dt - 19.06.2024. Vol - 913. The blogger post in literary e magazine




আজ 


সারাদিন আজ বৃষ্টি আসুক পাখি

ভেজা গাছেদের ডানায় বসুক ঘুম

আমিও নাহয় তোমার দু চোখে রাখি

মেঘ জমা কোনও পাহাড়ের মরসুম


তুমিও কোথাও আলো ছায়া বেঁচে থাকো

মেঘ পিঠে নিয়ে আমিও বেরই ট্রাম

বড় গাছেদের গোপনে পালক রাখো

শহরে ওড়াও নরম গোলাপি খাম


সাদা কাগজের মনমরা আলো ভাসে

বুকের শহর বহুদিন ভাঙাচোরা

প্যাস্টেল রঙে কারা যেন ফিরে আসে…

বিগত জন্মে ছেড়ে গিয়েছিল ওরা!


তুমিও আমায় ছেড়ে গেলে বৈশাখে

এখন শ্রাবণ নির্জন পথে ঋণ

গলাচেরা পাখি কাকে যে এমন ডাকে

আজকে তোমার একলা থাকার দিন.




                  স্মরণজিৎ চক্রবর্তী 




বর্তমান বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য লেখক। তরুণ তরুণীদের মধ্যে তিনি ভীষণ জনপ্রিয়। কবিতা দিয়ে তার লেখালিখির শুরু। প্রথম ছোটগল্প প্রকাশিত হয় 'উনিশ কুড়ি' পত্রিকার প্রথম সংখ্যায়। প্রথম উপন্যাস 'পাতাঝরার মরশুমে'। তার সৃষ্ট এক অনবদ্য চরিত্র অদম্য সেন। তার শখ বলতে কবিতা, বই, মুভিজ আর ফুটবল।


স্মরণজিৎ চক্রবর্তীর জন্ম ১৯ জুন,১৯৭৬ কলকাতায়। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার বাসিন্দা। তিনি পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।


স্মরণজিৎ চক্রবর্তী নঙ্গী হাইস্কুল থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করে ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হন। কিন্তু কিছুদিন পর পড়া ছেড়ে দেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক হন।




উপন্যাস 

পাতাঝরার মরশুমে(২০০৭)

ক্রিসক্রস(২০০৮)

আমাদের সেই শহরে(২০০৯)

পালটা হাওয়া(২০০৯)

বুদ্বুদ(২০১০)

পাখিদের শহরে যেমন(২০১১)

এটুকু বৃষ্টি(২০১১)

ফিঙে(২০১২)

আলোর গন্ধ(২০১৩)

বৃত্ত(২০১৩)

ফুরায় শুধু চোখে(২০১৪)

কম্পাস(২০১৫)

ওম(২০১৫)

মোম-কাগজ(২০১৬)

দোয়েল সাঁকো(২০১৭)

ফানুস (২০১৭)

জোনাকিদের বাড়ি (২০১৭)

হিমযুগ (২০১৮)

অসম্পূর্ণ (২০১৯)

সেফটিপিন (২০২০)

বাবুই (২০২১)

ছাতিম (২০২১)

চুয়ান্ন (২০২১)



কবিতা 

পরিগন্ধের শহর

মনখারাপের সমস্ত বন্ধুকে

দেবতার চিলেকোঠা (২০১৮)

নীল-হলুদ মাফলারের কাছে (২০১৮)

একটা জীবন তোমায় ছাড়া (২০২০)

সারাজীবনের মতো (২০২০)

নিজেকে বোঝাই নিস্পৃহ (২০২১)

চার প্রহরের কবিতা (২০২১)

যেটুকু আমার নয় (২০২২)

ছোট গল্প/বড় গল্প/উপন্যাস সংকলন

উনিশ কুড়ির প্রেম(২০০৮)

অদম্য(২০১৩)

অদম্য২(২০১৬)

অদম্য ৩ (২০১৯)

প্রেমের উনিশ কুড়ি(২০১৬)

কিশোর উপন্যাস/বড় গল্প তালিকা

ওয়ারেন দাদুর ধাঁধাবাক্স(২০১৬)

অতল জলের বন্ধ(২০১৬)

সাদা সোনার দেশে(2020)

নিঃসঙ্গ প্রহরী(2021)




















শেষ 

বছর শেষের অ্যালবামে
চৈত্র এসে আজ থামে

ছোট্ট শহর, ঘুম-বাড়ি
বুকের তলায় রেলগাড়ি

ঝড় না ওঠা এক বছর
তোমায় মনে নেই তো ওর

একলা দুপুর দোকলা ট্রাম
আমিও তো ঠিক তাই ছিলাম

তাই ছিলাম বাস স্টপেজ
বিষ মেশানো রোদের তেজ
এখন সাজায় চৈত্র সেল

আটকে যাওয়া পাতালরেল…
বাদাম মুড়ির এক ঠোঙা…

রাত্রি জুড়ে চাঁদ তোমায়
ঠুকরে মারে। শুধুই মার…

তবুও তোমার নিউ ইয়ার
ঝড় ফেরতের সাহস পাক

পাল্টে দাঁড়াও হে বৈশাখ



==========∆∆∆∆∆∆∆∆∆∆∆==========
















No comments:

শুভ জন্মদিন শ্রদ্ধাঞ্জলি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।‌ একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। Dt -26.11.2024. Vol -1059. Tuesday. The blogger post in literary e magazine.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়   (২৬ নভেম্বর ১৮৯০ — ২৯ মে ১৯৭৭)  একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ.  মধ্যবিত্ত পরিবারের সন্...